সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...
অন্তঃসত্ত্বা নন অসুস্থ?
আদৌ অন্ত:সত্ত্বা নন অনুষ্কা শর্মা? আসলে তিনি অসুস্থ? তাই কি তিনি নিজেকে সবার থেকে সরিয়ে রেখেছেন? এমনই কথা শোনা যাচ্ছে। এক সাংবাদিক টুইট করে জানিয়েছেন এ কথা। লিখেছেন, এবি ডি ভিলিয়ার্স সত্যি কথাই বলেছেন। বিরাট কোহলি তাঁর পরিবারের পিছনেই সময় ব্যয় করছেন। স্ত্রীকে নিয়ে বিদেশে গিয়েছেন। কারণ, অনুষ্কার কিছু শারীরিক সমস্যা হয়েছে।
বিয়ের ৩ মাসেই অন্তঃসত্ত্বা?
বিয়ের তিন মাসের মাথায় খবর, ইতিমধ্যেই নাকি তিন মাসের অন্তঃসত্ত্বা মাহিরা খান! তাই কি তড়িঘড়ি দ্বিতীয় বিয়ে সেরে নিলেন সেলিম করিমকে? সম্প্রতি, একটি নিউজ ভাইরাল। সেখানে বলা হয়েছে, আগামী সেপ্টেম্বরে মাহিরা নাকি দ্বিতীয় বার মা হতে চলেছেন। যদিও বিষয়টি নিয়ে মাহিরা এখনও মুখ খোলেননি।
অনুরাগীকে অত্যাচার!
হঠাৎ কেন এত ক্ষেপে গেলেন আদিত্য নারায়ণ? ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে, গাইতে গাইতে তিনি অনুরাগীর সামনে। প্রচণ্ড রেগে প্রথমে তাঁকে মাইক দিয়ে আঘাত করলেন। তারপর তাঁর ফোন কেড়ে ছুঁড়ে ফেলে দিলেন। কী কারণে তাঁর এমন আচরণ, সেটা জানা যায়নি। তবে গায়কের এই আচরণে ক্ষুব্ধ তাঁর বাকি অনুরাগীরা।
বিয়ের তারিখ ফাঁস?
প্রকাশ্যে রাকুলপ্রীত সিং-জ্যাকি ভাগনানির বিয়ের তারিখ। সামাজিক পাতায় ভাইরাল তাঁদের বিয়ের কার্ড। সেখানে লেখা ২১ ফেব্রুয়ারি, মাতৃভাষা দিবসে তাঁরা গোয়ায় সাতপাকে বাঁধা পড়তে চলেছেন। আমন্ত্রণপত্রে লেখা, ‘রাকুল ও জ্যাকি। আব দোনো ভাগনা-নি। ফেরাস নেবেন ২১ ফেব্রুয়ারি, বুধবার।’ আমন্ত্রণলিপিতে দেওয়া ছবিতে সমুদ্রতটে উদযাপনের ইঙ্গিত স্পষ্ট।
রেস্তোরাঁয় সপাট চড়
তাঁকে নিয়ে কিস্যা প্রচুর। কখনও সাপের বিষ পাচার। কখনও বৈষ্ণোদেবীর মন্দিরে হাতাহাতিতে জড়ানো। এবার সদলবদলে রেস্তোরাঁয় ঢুকে এক ব্যক্তিকে সপাট চড় কষালেন এলভিস যাদব। খবর, জয়পুরের এক রেস্তোরাঁয় ঘটনাটি ঘটে। সঙ্গে সঙ্গে ভাইরাল সেই ভিডিয়ো। কী কারণে চড় মারেন তিনি? এলভিস জাতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ওই যুবক তাঁর পরিবার সম্পর্কে এমন কিছু বলেছিলেন যা তিনি নিতে পারেননি। তাই রাগের মাথায় তিনি গায়ে হাত তুলতে বাধ্য এই আচরণে ক্ষুব্ধ তাঁর বাকি অনুরাগীরা।
অন্তঃসত্ত্বা নন অসুস্থ?
আদৌ অন্ত:সত্ত্বা নন অনুষ্কা শর্মা? আসলে তিনি অসুস্থ? তাই কি তিনি নিজেকে সবার থেকে সরিয়ে রেখেছেন? এমনই কথা শোনা যাচ্ছে। এক সাংবাদিক টুইট করে জানিয়েছেন এ কথা। লিখেছেন, এবি ডি ভিলিয়ার্স সত্যি কথাই বলেছেন। বিরাট কোহলি তাঁর পরিবারের পিছনেই সময় ব্যয় করছেন। স্ত্রীকে নিয়ে বিদেশে গিয়েছেন। কারণ, অনুষ্কার কিছু শারীরিক সমস্যা হয়েছে।
বিয়ের ৩ মাসেই অন্তঃসত্ত্বা?
বিয়ের তিন মাসের মাথায় খবর, ইতিমধ্যেই নাকি তিন মাসের অন্তঃসত্ত্বা মাহিরা খান! তাই কি তড়িঘড়ি দ্বিতীয় বিয়ে সেরে নিলেন সেলিম করিমকে? সম্প্রতি, একটি নিউজ ভাইরাল। সেখানে বলা হয়েছে, আগামী সেপ্টেম্বরে মাহিরা নাকি দ্বিতীয় বার মা হতে চলেছেন। যদিও বিষয়টি নিয়ে মাহিরা এখনও মুখ খোলেননি।
অনুরাগীকে অত্যাচার!
হঠাৎ কেন এত ক্ষেপে গেলেন আদিত্য নারায়ণ? ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে, গাইতে গাইতে তিনি অনুরাগীর সামনে। প্রচণ্ড রেগে প্রথমে তাঁকে মাইক দিয়ে আঘাত করলেন। তারপর তাঁর ফোন কেড়ে ছুঁড়ে ফেলে দিলেন। কী কারণে তাঁর এমন আচরণ, সেটা জানা যায়নি। তবে গায়কের এই আচরণে ক্ষুব্ধ তাঁর বাকি অনুরাগীরা।
বিয়ের তারিখ ফাঁস?
প্রকাশ্যে রাকুলপ্রীত সিং-জ্যাকি ভাগনানির বিয়ের তারিখ। সামাজিক পাতায় ভাইরাল তাঁদের বিয়ের কার্ড। সেখানে লেখা ২১ ফেব্রুয়ারি, মাতৃভাষা দিবসে তাঁরা গোয়ায় সাতপাকে বাঁধা পড়তে চলেছেন। আমন্ত্রণপত্রে লেখা, ‘রাকুল ও জ্যাকি। আব দোনো ভাগনা-নি। ফেরাস নেবেন ২১ ফেব্রুয়ারি, বুধবার।’ আমন্ত্রণলিপিতে দেওয়া ছবিতে সমুদ্রতটে উদযাপনের ইঙ্গিত স্পষ্ট।
রেস্তোরাঁয় সপাট চড়
তাঁকে নিয়ে কিস্যা প্রচুর। কখনও সাপের বিষ পাচার। কখনও বৈষ্ণোদেবীর মন্দিরে হাতাহাতিতে জড়ানো। এবার সদলবদলে রেস্তোরাঁয় ঢুকে এক ব্যক্তিকে সপাট চড় কষালেন এলভিস যাদব। খবর, জয়পুরের এক রেস্তোরাঁয় ঘটনাটি ঘটে। সঙ্গে সঙ্গে ভাইরাল সেই ভিডিয়ো। কী কারণে চড় মারেন তিনি? এলভিস জাতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ওই যুবক তাঁর পরিবার সম্পর্কে এমন কিছু বলেছিলেন যা তিনি নিতে পারেননি। তাই রাগের মাথায় তিনি গায়ে হাত তুলতে বাধ্য এই আচরণে ক্ষুব্ধ তাঁর বাকি অনুরাগীরা।
